ময়লার গাড়িচাপায় বৃদ্ধের মৃত্যুতে চালকের গাফিলতি পায়নি ডিএসসিসি

Passenger Voice    |    ০৮:৪৯ পিএম, ২০২১-১২-২৪


ময়লার গাড়িচাপায় বৃদ্ধের মৃত্যুতে চালকের গাফিলতি পায়নি ডিএসসিসি

দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চালক মোরশেদ আলমের কোনো গাফিলতি পায়নি সংস্থাটি।  আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় ডিএসসিসির তথ্য অফিসার আবু নাসের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তার পরেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। চালকের কোনো গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

আবু নাসের বলেন, ‘আমরা পুলিশের কাছে থেকে জানতে পেরেছি, রিকশাটি উল্টো পথে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। এ ছাড়া গাড়ি দেখে রিকশাচালক ডানে-বাঁয়ে করতে গিয়ে লোকটি রাস্তার ওপরে পড়ে যান। পরে তিনি গাড়ির নিচে পড়েন।’ 

গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাজধানীর টিকাটুলীতে রাজধানী সুপার মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় স্বপন কুমার সরকার (৬২) নামের এক ব্যক্তি নিহত হন। স্বপন কুমারের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায়। ঢাকার গেন্ডারিয়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন জানান, রাজধানী সুপার মার্কেটের সামনে ডিএসসিসির একটি ময়লার গাড়ি ধাক্কা দিলে ওই বৃদ্ধ ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যান। 

ওই দিন রাতে র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান ময়লার গাড়ির চালককে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে রাত সাড়ে ৯টার দিকে চালককে আটক করা হয়।